শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়টি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি নারী শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। অত্র প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে চেষ্টা অব্যাহত রেখে চলছে।
বিদ্যালয়টি মোট ২১২ শতক ভূমিতে প্রতিষ্ঠিত ও মনোরম পরিবেশ সম্বলিত ক্যাম্পাস রয়েছে। স্থানীয় একাধিক মহৎ ব্যক্তির প্রচেষ্ঠায় ও আর্থিক অনুদানে বিদ্যালয়ের নিজস্ব ভবন নিমার্ণ করা হয়। বিদ্যালয়ের বর্তমানে ১০ জন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী রয়েছেন। বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক জনাব কয়ছর আহমদ এর দক্ষতায় অদ্যাবধি বিদ্যালয়টি সফলভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত বিভিন্ন সনের এসএসসি ও জেএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য লাভ করে। ১০টি শ্রেণিকক্ষের পাশাপাশি রয়েছে নামাযরুম, লাইব্রেরী, গার্লস কর্নার।
বিদ্যালয়ের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্টাতা সদস্য ও ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব রফিক উদ্দিন আহমদ।